-
বেগম জিয়ার হ্যাপী বার্থডে
আমার এসএসসি সার্টিফিকেটসহ পাসপোর্ট এবং বাংলাদেশ ও আমেরিকার অন্যান্য নথিতে জন্ম তারিখ হিসাবে লেখা রয়েছে ৭ই আগষ্ট যদিও আমার বাস্তবিক জন্ম তারিখ ১৭ই আগষ্ট। জন্মদিন পালনের বাহুল্য আমি পছন্দ বা অপছন্দ কোনটাই করি না। আগে খুব কাছের বন্ধুরা (যারা জানতো) দেখা হলে বা ফোনে উইশ করতো- ব্যস ঐ পর্যন্তই। একজন মানুষ যদি তার নিজের ‘একটি…