মানুষ যখন ভালবাসাকে পরাজিত করতে পারে তখন সে কবি হয় বা দার্শনিক হয় অনেক সময় অনেক বড় বিজ্ঞানীও হয় (যেমন: স্যার আইজ্যাক নিউটন)।
অপরদিকে, মানুষ যখন ভালবাসার কাছে পরাজিত হয়- তখন সে ভাল থাকে হয়তো কিন্তু জীবনে অনেক সফলতা থেকেই বঞ্চিত হয়; বেখেয়ালী একটা জীবনের মালিকানা পায়, সুখীও হয় না মনে হয়। এরা ভীতু- কষ্টকে ভয় পায়।
আর যারা, ভালবাসায় ভালবাসাময় হয়ে থাকে তারা অনেক সুখী; কিন্তু সমাজ তাদের থেকে খুব কম কিছুই পায়। তাদের অভিজ্ঞতাও অনেক কম এই ক্ষুদ্র জীবনে।
মানুষের জীবনটা যেন কেমন?